হতাশ হলে চলবে না, বিজয় আমাদের হবেই : ফখরুল

mirza fokrul
ফাইল ছবি

সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে বিজয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে এই সংগ্রামে আমরা জয়ী হব। কারণ বেগম খালেদা জিয়া আমাদেরকে সেই অনুপ্রেরণা দিয়েছেন।’

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত ‘বৈশ্বিক দুর্যোগ; ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় এ কথা বলেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন, ‘হতাশ হবেন না। আমাদের অনেকেই হতাশ। আমরা অনেক নেতারা অনেক সময় হতাশার কথা বলি। কিন্তু হতাশার কথা বললে বাঁচার কোন পথ থাকবে না। সংগ্রাম ও লড়াই কিন্তু চিরন্তন লড়াই। আপনাকে লড়াই করে করেই বেঁচে থাকতে হবে। এটা প্রকৃতির নিয়ম। প্রকৃতি থেকেই আসছে এটা। বিজয় আমাদের হবেই।’

সরকার আমাদের সবগুলো অর্জনগুলো তছনছ করে দিচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমাদের স্বপ্নকে তছনছ করে দিচ্ছে। সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তার জন্য আমাদের শুধু হাত-পা ছুঁড়লে হবে না। পরিকল্পিতভাবে সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে। আর হতাশা শব্দটাই মাথার মধ্যে আনবেন না। হতাশা বাদ দিয়ে আশার আলো দেখে সামনের দিকে এগোতে হবে।’
পৃথিবী ধ্বংস হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘পৃথিবী অতি দ্রুত ধ্বংসের দিকে যাচ্ছে। কারণ উন্নত দেশগুলো তাদের স্বার্থে যে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করছে- যে কার্বন নিঃসরণ করছে, সেই কার্বন নিঃসরণের কারণে ওজন স্তর কিন্তু ফুটো হয়ে গেছে।

প্রকৃতি একটা প্রতিশোধ গ্রহণ করছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, তার প্রতি যে অন্যায় মানুষ করছে, তাকে যে ধ্বংস করছে- এটা ঠেকানো যাচ্ছে না। পৃথিবীতে এখন লুটেরা পুঁজির শাসন ও লুটেরা পুঁজির প্রভাব চলছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে এবং বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপুর সঞ্চালনায় সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্যে রাখেন।