পরিসংখ্যানে প্যারাগুয়ে-বলিভিয়া ম্যাচ

কোপা আমেরিকায় ৪৮ বছর পর প্যারাগুয়ের বিপক্ষে গোল পেল বলিভিয়া। গোল খরা কাটলেও জয়ের দেখা অবশ্য পায়নি তারা। শেষ পর্যন্ত সহজ জয় দিয়েই আসর শুরু করেছে প্যারাগুয়ে। আনহেল রোমেরোর জোড়া গোলে মঙ্গলবার ‘বি’ গ্রুপের ম্যাচটি তারা জিতে নেয় ৩-১ গোলে।

ম্যাচে হয়ে যাওয়া ব্যক্তিগত এবং দলগত কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো পাঠকদের জন্য।

>> কোপা আমেরিকায় বলিভিয়ার বিপক্ষে টানা চার ম্যাচে অপরাজিত রইলো প্যারাগুয়ে (২ জয়, ২ ড্র)। এ প্রতিযোগিতায় দলটির বিপক্ষে ১১ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ৮ টি, ড্র হয়েছে ২ টি। একমাত্র পরাজয় ১৯৬৩ সালে, বলিভিয়ার মাঠে।

>> ম্যাচে পেনাল্টি থেকে গোল করে প্রথমে এগিয়ে যায় বলিভিয়া, কোপা আমেরিকায় ৪৮ বছরের মধ্যে প্যারাগুয়ের বিপক্ষে যা তাদের প্রথম গোল। প্যারাগুয়ের বিপক্ষে সবশেষ ১৯৬৩ সালে গোলের দেখা পেয়েছিল বলিভিয়া।

>> কোপা আমেরিকায় ১৪ বছরের মধ্যে প্যারাগুয়ের প্রথম ফুটবলার হিসেবে এক ম্যাচে দুই গোল করলেন আনহেল রোমেরো। ২০০৭ আসরে কলম্বিয়ার বিপক্ষে ৫-০ ব্যবধানে জয়ের ম্যাচে সালভাদর কাবানাস জোড়া গোল ও রক সান্তা ক্রুস হ্যাটট্রিক করেছিলেন।

>> বলিভিয়ার বিপক্ষে ম্যাচে ১০ টি গোলের সুযোগ তৈরি করেন আলেহান্দ্রো রোমেরো গামারা। ২০০৭ সালের পর কোপা আমেরিকায় এক ম্যাচ কোনো এক খেলোয়াড়ের সুযোগ তৈরির এটিই সর্বোচ্চ।

>> পুরো ম্যাচে প্যারাগুয়ে ৩৪ বার গোলের উদ্দেশে শট নিয়েছে। ২০০৭ সালের পর কোপা আমেরিকার এক ম্যাচে আর কোনো দল এর চেয়ে বেশি শট নিতে পারেনি। এমনকি ৩০ টির বেশি শটও নিতে পারেনি কেউ।