বাংলাদেশের পর ভারতও বিশ্বকাপ আয়োজনের দাবি জানাচ্ছে

আইসিসি ২০২৪-২০৩১ সাল পর্যন্ত আট বছরের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বৈশ্বিক ইভেন্টগুলোর সূচি প্রকাশের পরই আয়োজন করা নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছে, তারা ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়েজন করতে চায়। এছাড়া একটি চ্যাম্পিয়ন্স ট্রফি এককভাবে আয়োজনের কথাও বলেছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। এদিকে মাঠে নেমেছে প্রতিবেশি দেশ ভারত।

এ মাসের শুরুতে আইসিসির সভায় সিদ্ধান্ত হয়, ২০২৪ থেকে ২০৩১ সালে পরিকল্পনা অনুযায়ী আট বছরের ২টি ওয়ানডে বিশ্বকাপ, ৪ টি টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২ টি চ্যাম্পিয়ন্স ট্রফি ও চারটি টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনাল আয়োজন করা হবে। এদিকে ভারতও দুটি বিশ্বকাপ এবং একটি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দাবি জানাতে যাচ্ছে। গতকাল অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে আইসিসির বড় তিনটি ইভেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিসিআই।

সূচি অনুযায়ী, একটি চ্যাম্পিয়ন্স ট্রফি, একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একটি ওয়ানডে বিশ্বকাপের জন্যে দাবি জানাবে ভারত। বোর্ডের এক কর্মকর্তা সংবাদ সংস্থাকে জানান, ‘২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের জন্য দাবি জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি ছোট হলেও প্রতিযোগিতাটি খুবই জনপ্রিয়। তারপরও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য আমরা আইসিসির কাছে দাবি জানাব।’

বিসিসিআই যৌথ আয়োজনের কথা না বললেও গত সপ্তাহে বিসিবি বস নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘আমরা ঠিক করেছি, এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের চেষ্টা করব। আর ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ একা পারব না, যৌথভাবে করব। আমাদের ইচ্ছা আছে এসিসির অধীনে যারা আছি তাদের সঙ্গে কথা বলে একসঙ্গে আয়োজনের প্রস্তাব দিবো। যৌথভাবে আয়োজন করলে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারতের সঙ্গে কথা বলব।’