শ্রমিকদের সুরক্ষায় আন্তর্জাতিক নিরাপত্তা মান নিশ্চিতের আহ্বান 

নারায়ণগঞ্জে সেজান জুস কারখানায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে বাংলাদেশের শ্রমিকদের সুরক্ষায় আন্তর্জাতিক নিরাপত্তা মান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইইউ।

১১ জুলাই রোববার এক টুইটার বার্তায় এ আহ্বান জানান ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনেসা তিরিঙ্ক। ইইউ রাষ্ট্রদূত বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ কারখানায় অগ্নি দুর্ঘটনায় নিহত শ্রমিক ও তাদের পরিবারের প্রতি আমরা গভীর শোক প্রকাশ করছি।

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের কারখানায় উপযুক্ত পরিবেশ নিশ্চিতে কাজ করছে। বাংলাদেশের শ্রমিকদের সুরক্ষায় আন্তর্জাতিক শ্রম সংস্থার আন্তর্জাতিক নিরাপত্তা মান নিশ্চিত করার আহ্বান জানাই।

গত ৮ জুলাই রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৫২ জন শ্রমিক মারা যান। আরও অনেক শ্রমিক আহত হয়েছেন।