তালেবানরা যা করছে তা মুসলিমদের জন্য সঠিক পন্থা নয়: এরদোয়ান

তালেবানদের অবশ্যই নিজ ভাইদের (আফগানিস্তান) মাটি দখল করা বন্ধ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। সোমবার (১৯ জুলাই) উত্তর সাইপ্রাস ভ্রমণের প্রাক্কালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, তালেবানদের অবশ্যই তাদের ভাইদের মাটি দখল বন্ধ করতে হবে এবং বিশ্বকে দেখাতে হবে যে বর্তমানে আফগানিস্তানে শান্তি বিরাজ করছে।

তালেবানরা যা করছে তা মুসলিমদের একে অপরের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে সঠিক পন্থা নয়, যোগ করেন তিনি। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিল তালেবানরা।

এরপর দীর্ঘ ২০ বছর যাবত তারা আর ক্ষমতায় আসতে পারেনি। মূলত দেশটিতে মার্কিন বাহিনীসহ সামরিক জোট ন্যাটোর উপস্থিতির কারণে খুব একটা সুবিধা করতে পারেনি তারা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযাযী, গত মে মাস থেকে আফগানিস্তান ত্যাগ করতে শুরু করেছে বিদেশি সৈন্যরা। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ তাদের সেনা শতভাগ সরিয়ে নিয়েছে।

আগামী ৩১ আগস্টের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে কাবুল বিমানবন্দরের নিরাপত্তার জন্য তুরস্কের কিছু সৈন্য থেকে যাবে।