ম্যাডামের সাক্ষাত পেয়ে আমরা অত্যন্ত সৌভাগ্যবান : ফখরুল

mirza fokrul
ফাইল ছবি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আমাদের ম্যাডাম করোনায় অসুস্থ হওয়ার পরে প্রকৃতপক্ষে এক বছর পরে আমরা সবাই একসঙ্গে ঈদের দিন ম্যাডামের সঙ্গে সাক্ষাত করার সুযোগ পেয়েছি।

ম্যাডাম এমনিতেই কভিডের পরে মোটামুটি ভালো আছেন। তিনি ভ্যাকসিন নিয়েছেন সেজন্য কিছুটা টেম্পারেচার আছে। এটা ভ্যাকসিনের জন্য হয়েছে।

গতকাল বুধবার (২১ জুলাই) রাতে গুলশানের বাসায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের পর মহাসচিব সাংবাদিকদের একথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, দেশবাসীর কাছ থেকে তিনি দোয়া চেয়েছেন এবং ঈদের দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। করোনা থেকে যাতে দেশ মুক্ত হতে পারে সেজন্য আল্লাহতালার কাছে তিনি দোয়া চেয়েছেন।

মহাসচিবের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান গুলশানের ‘ফিরোজা’য় প্রবেশ করেন।

এক ঘণ্টা সাক্ষাত শেষে বেরিয়ে আসেন রাত ৯টা ১৫ মিনিটে। এ সময় খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও ছিলেন।