আফগানিস্তানে বিমান হামলায় তালেবানের ২৭ যোদ্ধা নিহত

আফগানিস্তানে তালেবানের অগ্রযাত্রার মধ্যে বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে আফগান সরকার বলছে, তারা বিমান হামলা চালিয়ে তালেবানের ২৭ যোদ্ধাকে হত্যা করেছে।

বৃহস্পতিবার বিমান হামলা চালানো হয় বলে জানায় পেন্টাগন। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সকে সহায়তা করতে আমরা বিমান হামলা চালিয়েছি।

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি কিরবি। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, আফগানিস্তানের বিমানবাহিনীর হামলায় বৃহস্পতিবার রাতে ১৭ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন।

এ ছাড়া কাপিসা প্রদেশের নিজরাব জেলায় অপর বিমান হামলায় নিহত হয়েছে তালেবানের ১০ জন। তবে বিবৃতিতে তালেবানের অবস্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

যদিও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি প্রত্যাখ্যান করেছে তালেবান। হেলমান্দ, কাপিসা, কুন্দুজ, তাকার, বাদাখশান, লোগার, কান্দাহার এবং জাওজান প্রদেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ হচ্ছে তালেবান যোদ্ধাদের। সংঘর্ষের মধ্যেই দেশের ২১৫ জেলার নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থলবন্দরও রয়েছে।