আইপিএল শুরুর চূড়ান্ত সূচি প্রকাশ

ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে মাঝপথে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগশুরুর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে জমজমাট ফ্রাঞ্চাইচি টুর্নামেন্টটির বাকি অংশ।

ভেন্যু আগেই চূড়ান্ত ছিল, শুধু দিনক্ষণ নিয়ে ছিল যতসব ঝামেলা। বিভিন্ন দেশের বিদেশি খেলোয়াড়দের পাওয়া যাচ্ছিল না। এবার দিনক্ষণও চূড়ান্ত করতে সক্ষম হলো ভারতীয় ক্রিকেট বোর্ড।

রোববার বিসিসিআইয়ের এক বিবৃতিতে জানা গেল, দিনে দুটি করে ম্যাচ হবে সাত দিন। দুপুরে ও রাতে। দুপুরের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪ টায় এবং পরের ম্যাচটি শুরু হবে রাত ৮ টায়। এভাবে ২৭ দিনে তিন ভেন্যু দুবাই, শারজাহ ও আবুধাবিতে ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

৩১ ম্যাচের মধ্যে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ১৩টি, শারজাহতে হবে ১০টি এবং বাকি ৮টি ম্যাচ হবে আবুধাবির জায়েদ স্টেডিয়ামে। ১০ অক্টোবরে অনুষ্ঠিতব্য প্রথম কোয়ালিফায়ার ও ১৫ অক্টোবরের ফাইনাল ম্যাচ হবে দুবাইয়ে।

শারজাহতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার (১১ অক্টোবর) ও এলিমিনেটর ম্যাচ (১৩ অক্টোবর)। চেন্নাই সুপার কিংস ও বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ দিয়ে এ পর্বের আইপিএল শুরু হবে।

একই দিনে পরের ম্যাচে আবুধাবিতে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স।আইপিএল শেষের দুই দিন পরই ভারতের আয়োজনে একই ভেন্যুতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

তথ্যসূত্র: আইপিএল টি২০ ডট কম