অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালানের টিকা ঢাকায়

covid 19 vaccine

জাপান থেকে কোভ্যাক্সের অধীনে রাজধানী ঢাকায় এসে পৌঁছাল অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালানের টিকা।

শনিবার বিকাল ৩টার দিকে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি বিমানযোগে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ।

তিনি জানান, টিকাগুলো গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সূত্র জানায়, আগামী ৩ আগস্ট হংকংয়ের একটি বিশেষ ফ্লাইটে অ্যাস্ট্রাজেনেকার তৃতীয় চালানের মোট ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা বাংলাদেশে আসবে।

এর আগে গত ২৪ জুলাই অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ করোনার টিকা নিয়ে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।