বস্তিবাসীদের স্বল্প ভাড়ায় আবাসনের ব্যবস্থা করা হবে

hasina
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজধানীতে বস্তিবাসীদের জন্য স্বল্প ভাড়ায় আবাসনের ব্যবস্থা করা হবে। গ্রামে যেতে চাইলে সহযোগিতা করা হবে।

মঙ্গলবার রাজধানীর মিরপুরে বস্তিবাসীদের জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাটের উদ্বোধনের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে তিনি ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যোগ দেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বস্তিতে বাস করা কেউ ঘরে ফিরতে চাইলে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে জমিসহ ঘর দেব। ছয় মাস যেন তারা চলতে পারে সে ব্যবস্থাও করব। ঘরে ফেরা কর্মসূচি আবার শুরু করব।

দেশের একটা মানুষ গৃহহীন থাকবে না। প্রত্যেক মানুষের একটা ঠিকানা থাকবে। আমরা বস্তিবাসীদের সুষ্ঠু আবাসনের ব্যবস্থা করে দেব। সেটাই আমাদের লক্ষ্য। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ উন্নত জীবন পাবে।

আর যারা ঢাকায় থাকছে তারা ভাড়া দিয়ে থাকবে। বস্তিতে ভাড়া দিয়েই তো থাকতে হয়। নানা অসুবিধায় থাকতে হয়। মাসে, সপ্তাহে, দিনে ভাড়া দিতে পারবে এভাবেই ফ্ল্যাটগুলো করেছি, যাতে সুস্থ্য পরিবেশে থাকতে পারে। যারা বস্তির মধ্যে আছেন তাদের জন্য ভালো আবাসন আমরা করে দেব।