যশোরে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গণভোজ 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোরের
বসুন্দিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শোকাবহ আগস্টের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রবিবার বিকালে বসুন্দিয়া মাছ বাজার মোড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে গণভোজ বিতরণ করা হয়।

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল।

বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি
ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দাউদ হোসেন দফাদার, সদর উপজেলা যুবলীগের যুগ্ম- আহবায়ক মাজহারুল ইসলাম মাজহার ও শহীদুজ্জামান শহীদ।

বসুন্দিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ খানের সভাপতিত্বে ও বসুন্দিয়া
ইউনিয়ন যুবলীগের আহবায়ক মহিবুল ইসলাম খান সাগরের সঞ্চলনায় এসময় আরো বক্তব্য রাখেন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সহ- সভাপতি শফিকুল ইসলাম শফিক, মুক্তিযুদ্ধ মঞ্চের জেলা সহ-সভাপতি নাজিম উদ্দিন, বসুন্দিয়া ইউনিয়ন
যুবলীগের যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম খান মিস্টার ও ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান হাসিব।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র , বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ
আলী, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ, মাসুদ মাস্টার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করীম রহমান, জেলা ছাত্রলীগের বর্তমান সহ-সভাপতি রুহুল কুদ্দুস, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, বঙ্গবন্ধু ছাত্র আইন পরিষদের জেলা সভাপতি মশিয়ার রহমান শান্ত, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক, শরীফ এ মামুন নোভেল, মানিক আহমেদ সাজু প্রমুখ।