সারারাত লাইনে অপেক্ষা প্রমাণ করে গণটিকা কার্যক্রম ব্যর্থ: জিএম কাদের

ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, গত কয়েকদিন মানুষ বিভিন্ন কেন্দ্রে ঘুরেও টিকা পাননি। বিশ্বে এমন ঘটনা নজিরবিহীন। জাতির জন্য এরচেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। টিকার জন্য শত শত নারী-পুরুষের সারারাত লাইনে বসে অপেক্ষার ঘটনা প্রমাণ করে গণটিকা কার্যক্রম কতটা ব্যর্থ।

বুধবার জাপার বনানী কার্যালয় মিলনায়তনে দ‌লের প্রয়াত নেতাকর্মীদের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা ব‌লে‌ন তিনি।

বি‌রোধীদলীয় উপ‌নেতা জিএম কা‌দের বলেন, গণটিকা কর্মসূচি সফল করে অন‌্যান‌্য দেশ যখন স্বাভাবিক জীব‌নে ফির‌ছে, তখন বাংলা‌দে‌শের মানুষকে এক ডোজ টিকার জন্য সারারাত লাইন ধর‌তে হ‌চ্ছে।

বয়োবৃদ্ধরা সীমাহীন ভোগান্তিতে রাত কাটিয়েছেন শুধু এক ডোজ করোনা টিকার আশায়। জাপা চেয়ারম‌্যান আরও ব‌লেন, ‘টিকা নিয়ে একেক মন্ত্রী একেক ধরনের কথা বলছেন।

মন্ত্রীদের কথা আর মানুষ জানতে চায় না। তাদের বক্তব্যে দেশের মানুষ সরকারের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। বাস্তবতা হলো সরকার যা করতে বলছে দেশের মানুষ এখন আর তা করতে আগ্রহবোধ করছে না।

দ‌লের নেতা-কর্মীদের উদ্দেশ্যে জিএম কা‌দের বলেন, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। তাই করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই জাতীয় পার্টির রাজনীতি।