প্যারিস থেকে বার্সেলোনায় গেলেন মেসি

প্যারিস সেইন্ট জার্মেইর হয়ে এখনো অভিষেক হয়নি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। চলতি ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজি এরই মধ্যে তিন ম্যাচ খেলে ফেললেও, মাঠে দেখা যায়নি বার্সার এই সাবেক তারকাকে।

চলতি  ২৯ তারিখে পিএসজির হয়ে অভিষেক হতে পারে তার। এই ফাঁকে পুরনো শহর বার্সেলোনায় গেছেন মেসি। শুক্রবারে দিবাগত রাতে ব্রেস্টের মাঠে পিএসজি খেলতে নামার আগেই বার্সেলোনায় চলে যান মেসি।

স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে প্রিয় ঠিকানায় আরও একবার পা রাখলেন তিনি। তবে এবার শুধুই অল্প কয়েকদিনের জন্য। বার্সায় ফিরে ক্যাস্তেলডেফেলসে নিজের বাড়িতেই থাকবেন মেসি।

তবে শিগগিরই আবার তাকে ফিরে যেতে হবে প্যারিসে। বার্সেলোনায় ২১টি বছর কাটিয়েছে মেসি। প্যারিসের ক্লাবে যোগ দিলেও এখনো সেখানে বাড়ি কিনেননি তিনি।

প্যারিসের একটি বিলাশবহুল হোটেল অবস্থান করেছিলেন মেসি ও তার পরিবার। পিএসজির হয়ে মাঠে নামার আগে তাই নিজ বাসায় কিছুটা সময় বিশ্রামে কাটাবেন সময়ের সেরা এই তারকা। সূত্র: এফসিবিএন