নাইজারে বন্দুকধারীদের হামলায় নিহত ১৬

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ১৬ জন নিহত হয়েছেন।

শনিবার (২১ আগস্ট) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

গত শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার জুমার নামাজের সময় বন্দুক ধারীরা নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিল্লাবেরি অঞ্চলের থেইম গ্রামে হামলা চালায়।

এ সময় তারা এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। গুলিতে অন্তত ১৬ জন নিহত হন। অন্যদিকে নাইজারের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, এ হামলার ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন।

দেশটিতে বন্দুক হামলা মহামারিতে রূপ নিয়েছে। এ ঘটনার কিছুদিন আগে একই অঞ্চলের অন্য একটি গ্রামে হামলা চালিয়ে ৩৭ জন সাধারণ নাগরিককে হত্যা করেছে বন্দুকধারীরা।