বরিশালের ঘটনার ভুল বোঝাবুঝি নিরসনের পথে

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরিশালের মেয়রের মধ্যে ঘটে যাওয়া ঘটনাকে ভুল বোঝাবুঝি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেছেন, বরিশালের ঘটনাটি ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। এটা এখন নিরসনের পথে। উভয় পক্ষ নিজেদের অবস্থান থেকে নিরসনের চেষ্টা করছে।

রোববার ২২ আগস্ট সচিবালয়ে নিজ কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বরিশালের ঘটনায় মেয়রকে প্রধান আসামি করে মামলা দেওয়ার প্রসঙ্গে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেন, মামলা করাটা অস্বাভাবিক কিছু না।

রাজনীতিবিদদের সাথে প্রশাসনের দূরত্ব তৈরি হয়েছে কিনা এ বিষয়ে মন্ত্রী বলেন আমি একেবারেই মনে করিনা। একেবারেই মনে করি না। আমাদের প্রশাসনের লোকেরাও কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছে,

রাজনীতিবিদরাও কলেজ-বিশ্ববিদ্যালয়ে আন্দোলন-সংগ্রাম করে রাজনীতি ও পড়াশুনা করেছে। তাদের মধ্যে একটা সংযোগ সবসময় ছিল আছে।

মন্ত্রী বলেন, মতপার্থক্য থাকতে পারে। মতপার্থক্য তো থাকবেই। পরিবারের ভিতরে যেমন স্বামী-স্ত্রীর মধ্যে মতপার্থক্য থাকে, বাপ-ছেলের মধ্যে যেমন মতপার্থক্য থাকে,

আমরা যেমন কাজ করি আমার অধীনস্থদের সাথে আমার যেমন কোথাও মতপার্থক্য তারপরও আমরা এক সাথে কাজ করি। কখনও কখনও একটা বিষয় আমি একরকম মনে করি আরেকজন অন্যরকম মনে করে। সময়ের ব্যবধানে উভয়েই ঐক্যমতে পৌঁছায়।