পরীমণির জামিনের অধিকার রয়েছে: জাফরুল্লাহ

চিত্রনায়িকা পরীমণির জামিন পাওয়ার অধিকার আছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রবিবার জাতীয় প্রেসক্লাবে গণফোরামের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন।

ডা. জাফরুল্লাহ বলেন, চিত্রনায়িকা পরীমণি একজন সুন্দরী নারী। তিনি অপরাধ করেছেন কিনা বা অপরাধের সঙ্গে জড়িত কিনা তা আদালত নির্ধারণ করবে। তবে তার জামিন পাওয়ার অধিকার রয়েছে।

তিনি আরও বলেন, মদ আমদানির বৈধতা সরকার দিয়েছে। তবে অপরাধ করে পরবর্তী সময়ে আদালত এবং কারাভোগের পর সবারই জামিনের অধিকার রয়েছে। পরীমণির জামিনের অধিকার রয়েছে।

দ্রুত জামিন আবেদন বিবেচনা করার জন্য বিচারকদের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি বিচারকাজ দ্রুত করার দাবিও করেন জাফরুল্লাহ চৌধুরী।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সত্যিকারের প্রতিনিধি হচ্ছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। কামাল হোসেনকে জাগতে হবে। সম্মিলিত চেষ্টা করলে দেশ পরিবর্তন হবে।