টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগেই টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতির আভাস পাওয়া গিয়েছিল। সে পথে এক ধাপ এগিয়ে গেল টাইগাররা।

কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জয়ের মধ্য দিয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে সাতে উঠে এসেছে বাংলাদেশ।

নিউজিউল্যান্ডের বিপক্ষে সাত উইকেটে জয়ের পাশাপাশি ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে টাইগাররা এরই মধ্যে টপকে গেছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে।

এ তিন দেশের সঙ্গে বাংলাদেশের পয়েন্ট ব্যবধান ছিল খুবই সীমিত। পাঁচ ম্যাচের সিরিজে অনভিজ্ঞ ব্ল্যাক ক্যাপদের ক্লিন সুইপ করতে পারলে আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের পাঁচে উঠে আসবে টাইগাররা।

একই সঙ্গে টপকে যাবে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার মতো বড় দলকে। বর্তমানে বাংলাদেশের ঠিক ওপরে অবস্থান করছে অস্ট্রেলিয়া। অজিদের বর্তমান পয়েন্ট ২৪০।

আর ২৪৬ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে সাউথ আফ্রিকা। ক্লিন সুইপ করলে বাংলাদেশের পয়েন্ট বেড়ে হবে ২৪৮।

অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডকেও ৪-১ ব্যবধানে হারাতে পারলে বাংলাদেশের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হবে। ২৪৪ পয়েন্ট নিয়ে তখন ছয়ে অবস্থান করবে মাহমুদুল্লাহ বাহিনী।

স্বাগতিকদের জয়ের ব্যবধান ৩-২ হলেও ছয়ে আসবে মাহমুদুল্লাহরা। তখন ৭ নম্বরে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের পয়েন্ট ব্যবধান থাকবে ১।