ধর্মীয় নেতারা বানোয়াট তথ্য দিলে ব্যবস্থা: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ধর্মীয় নেতাদের মাধ্যমে যদি মিথ্যা ও বানোয়াট তথ‌্য জনস ম্মুখে উপস্থাপন করা হয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব‌্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার ২ সেপ্টেম্বর জাতীয় সংসদে উত্থাপিত মমতা হেনা লাভলী (মহিলা আসন-৩১) এর প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ধর্ম ও ধর্মীয় মূল্যবোধের যথাযথ পরিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে সাধারণ শিক্ষায় শিক্ষিত নাগরিকদের মাঝে ইসলামের আলোকে সচেতনতা সৃষ্টির জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,

আইনজীবী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রভৃতি পেশাজীবী শ্রেণিকে সম্পৃক্ত করে বিভিন্ন সময় সভা-সেমিনার আয়োজন করা হয়। এছাড়া, জুমার প্রাক-খুতবায় উক্ত বিষয়ে আলোচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব খতিবকে অনুরোধ করা হয়।

তিনি বলেন, ধর্মের নামে মিথ্যা ও বানোয়াট তথ্য জনসম্মুখে উপস্থাপন করা হলে স্থানীয় প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করে।

এছাড়া, অন্যান্য ধর্মীয় নেতাদের মাধ্যমে যদি মিথ্যা ও বানোয়াট তথা জনসম্মুখে উপস্থাপন করা হলেও ব‌্যবস্থা নেয়া হবে।