যশোরে করোনায় আরো ৪ জনের মৃত্যু

যশোরে আবারও করোনায় মৃত্যু হয়েছে। শুক্রবার এ রোগে আক্রান্ত ৪ জন মারা যান। এনিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৬৫ জনে।

যশোরের সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ রনি এতথ্য জানিয়েছেন। ডা. রেহেনেওয়াজ জানান, বৃসহপতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় প্রাপ্ত তথ্যে ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তারা সকলেই চিকিৎসাধীন ছিলেন। এদিকে একই সময়ে নতুন করে আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট ২৫২ জনের নমুনা পরীক্ষা করে এ ফল মিলেছে। শনাক্তদের মধ্যে যশোর সদরে ২৪, ঝিকরগাছায় ৪, কেশবপুর ও অভয়নগরে ১ জন করে রয়েছেন।

নমুনা বিবেচনায় এদিন শনাক্তের হার ছিলো ১১.৫১ শতাংশ। চারদিন পর যশোরে করোনা শনাক্তের হার ১০ শতাংশ ছাড়ালো।

এনিয়ে জেলায় মোট ২১ হাজার ২০৪ জনের করোনা শনাক্ত হলো। তাদের মধ্যে ১৯ হাজার ৮৭৫ জন সুস্থ হয়েছেন।