ধনী দেশগুলোর হাতে টিকা থাকলেও তারা আমাদের দিচ্ছে না

ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, বিশ্বের ধনী দেশগুলোর হাতে করোনার টিকা থাকলেও তা তারা দিচ্ছে না। টিকা মজুদ করে মেয়াদ শেষ করে ফেলছে তারা। তাও আমাদের দিচ্ছে না।

বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদসম্মেলনে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী ইউরোপের তিনটি দেশ সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস ও ব্রিটেন সফর শেষে এ বক্তব্য দেন।

ড. মোমেন বলেন, করোনার টিকার বিষয়ে যতটা আশা করেছিলাম ততটা হয়নি। ধনী দেশগুলো করোনা ভাইরাসের অনেক টিকা মজুত করে রেখেছে। এসব টিকার মেয়াদ শেষ হয়ে এলেও তা অন্যদের দিচ্ছে না।

তবে কখনো কখনো তারা টিকা দিচ্ছে। তাও কিছু একটার বিনিময়ে। এজন্য তারা পরোক্ষভাবে চাপ দেয়।