বাংলাদেশে আরও ২৫ লাখ টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে আরও ২৫ লাখ ফাইজারের টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় সময় শুক্রবার এতথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশকে নতুন করে ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ টিকা পাঠানো হচ্ছে।

এর মধ্যদিয়ে যুক্তরাষ্ট্র থেকে আসা মোট টিকার পরিমাণ দাঁড়াচ্ছে ৯০ লাখের বেশি। নাম না প্রকাশ করার শর্তে একটি সূত্র জানায়, টিকার প্যাকেট প্রস্তুত করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্সের আওতায় এই টিকা পাঠানো হচ্ছে। সোমবার টিকার প্রথম চালান পৌঁছাতে পারে।

হোয়াইট হাউসের কর্মকর্তা বলেন, বাংলাদেশের মানুষের জন্য সুরক্ষিত ও কার্যকরী এই টিকা পাঠাতে পেরে আমরা গর্ব অনুভব করছি।