কোটচাঁদপুরে ৩টি হ্যান্ড গ্রেনেড ও ২’শ ৪৮ রাউন্ড গুলি উদ্ধার

ঝিনাইদহের কোটচাঁদপুরে মাটিতে পুতে রাখা পরিত্যক্ত অবস্থায় ৩টি পাকিস্তানি তৈরী এম-৩৬ আরজেস্ট হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

দুপুরে কোটচাঁদপুর পৌর এলাকার ডাকবাংলো পাড়ার একটি কলা বাগান থেকে মাটিতে পুতে রাখা অবস্থায় গ্রেনেডগুলি উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব জানায়, কয়েকদিন পুর্বে কোটচাঁদপুরের প্রয়াত মুক্তিযোদ্ধা সামছুদ্দিন মন্ডলের জমিতে চাষ করতে গিয়ে ২’শ ৪৮টি রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি পান পরিবারের সদস্যরা।

পরে শনিবার সেগুলো কোটচাঁদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখানে আরও আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ থাকতে পারে এমন আশংকায় সোমবার সকালে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে আসেন ও অনুসন্ধান চালান।

পরে সেখান থেকে মাটিতে পুতে রাখা এম-৩৬ আরজেস্ট হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়। পরে খুলনা থেকে আসা বোমা ডিসপোজাল ইউনিট উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেড ৩টি নিষ্ক্রিয় করেন।