হোয়াটসঅ্যাপ চ্যাট নিরাপদ রাখবেন যেভাবে!

whatsapp

তথ্যপ্রযুক্তির এই যুগে আমাদের সবধরণের যোগাযোগ ব্যবস্থা এখন হাতের মুঠোয়। তবে জীবন যেমন সহজ হচ্ছে তেমনি সাইবার জগতে আমরা ততটাই অনিরাপদ হচ্ছি।

কারণ, আমাদের সকল ধরণের ব্যক্তিগত তথ্য, যোগাযোগ ব্যবস্থা সবকিছুই এখন সাইবার জগতে অবস্থান করছে। আমাদের দৈনন্দিন যোগাযোগ ব্যবস্থা আরও সুগম করতে পৃথিবীর কয়েকশো ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে।

যদিও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বলছে তারা এন্ড টু এন্ড এনক্রিপশন সিস্টেমে বার্তা বা তথ্য আদান প্রদান করছে। তবে কেউ চাইলে হোয়াটসঅ্যাপ হ্যাক করেও তথ্য চুরি করতে পারে।

কিন্তু যদি কিছু নিয়ম অনুসরণ করে নির্দেশনাগুলো মেনে চলা যায়। তাহলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিরাপদ রাখা সম্ভব। জেনে নেওয়া যাক হোয়াটসঅ্যাপ চ্যাট সুরক্ষিত রাখার নিয়মগুলো-

* প্রথমেই হোয়াটসঅ্যাপ ওপেন করুন।

* এরপর সেটিং (Settings) সিলেক্ট করে অ্যাকাউন্ট অপশন (Account Options) সিলেক্ট করুন।

* এবার টু স্টেপ ভেরিফিকেশন (Two Step Verification) বেছে নিন।

* তার পরে একটি ৬ ডিজিট পিন দিন। এবার নতুন ফোনে হোয়াটসঅ্যাপ সেটআপ করার আগে প্রত্যেক বার এই পিন ব্যবহার করতে হবে।

* এছাড়াও চাইলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে ইমেল লিঙ্ক করতে পারবেন। এর ফলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হলে তা রিকভার করতে সুবিধা হবে।