মুহিবুল্লাহ হত্যায় গ্রেফতার রোহিঙ্গা ইলিয়াছের স্বীকারোক্তি

রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সদস্য মোহাম্মদ ইলিয়াছ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার ১০ অক্টোবর তাঁর জবানবন্দি গ্রহণ করেন কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানিয়েছেন, শনিবার সন্ধ্যার পর আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়।

শিবিরের সাধারণ রোহিঙ্গারা জানিয়েছেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানকারী ইলিয়াছ কুতুপালং ৬ নম্বর শিবিরের একজন মাঝি (শিবিরের দায়িত্বপালনকারি রোহিঙ্গা নেতা) ছিলেন।

ইলিয়াছ রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) একজন সদস্য। সে পুরো শিবির জুড়ে দীর্ঘদিন ধরে অরাজকতা চালিয়ে আসছিল বলে জানা গেছে।

আলোচিত এ মামলায় এ পর্যন্ত পাঁচজনকে আটক করেছে পুলিশ। উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার লম্বাশিয়া আশ্রয়শিবিরের ডি ব্লকের আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস সংগঠনের কার্যালয়ে বন্দুকধারীদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ (৪৮)।

এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর রাতে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে উখিয়া থানায় মামলা করেন নিহত মুহিবুল্লাহর ছোট ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ।