ফিলিপাইনে ঝড়ে ১৯ জনের প্রাণহানি

ফাইল ছবি

ফিলিপাইনে গ্রীষ্মকালীন ঝড়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগ মোকাবেলা কর্মকর্তারা আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। ফিলিপাইন কর্তৃপক্ষ বলছে, বিষয়টি তারা তদন্ত করে দেখছে।

গ্রীষ্মকালীন ঝড় কমসুর কারণে ভূমিধস এবং আকস্মিক বন্যার বিষয়টিও খতিয়ে দেখছেন ফিলিপাইনের কর্মকর্তারা। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জন নিখোঁজ রয়েছে।

কমসুর প্রভাবে হংকংয়ে একজনের মৃত্যু হয়েছে। প্রথমে চীনের হাইনান প্রদেশে ভূমিধসের ঘটনা ঘটে। এরপর ফিলিপাইনে হতাহতের ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার ভিয়েতনামও এর কবলে পড়েছে। সেখানে ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হচ্ছে। সূত্র: জিনহুয়া।