কাশ্মীরে গোলাগুলিতে সেনাসহ নিহত ৫

ভারতের কাশ্মীরে বুধবার দুটি পৃথক গোলাগুলির ঘটনায় চার বিচ্ছিন্নতাবাদীসহ দেশটির এক সেনা সদস্য নিহত হয়েছেন।

দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান এলাকায় এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের। পুলিশ জানিয়েছে, শোপিয়ানের দ্রাগাদ এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির তথ্য পেয়ে জায়গাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

তার পর তল্লাশি অভিযান শুরুর একপর্যায়ে বিচ্ছিন্নতাবাদীরা গুলি চালালে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও গুলি চালায়। এতে সেনাবাহিনীর একজন এবং বিচ্ছিন্নতাবাদীদের ২ জন নিহত হন।

একই দিন কাশ্মীরের আরেকটি স্থানে সেনা অভিযানে আরও দুজন বিচ্ছিন্নতাবাদী নিহত হন বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, কাশ্মীরের পুঞ্চের একটি বন এলাকা থেকে বিচ্ছিন্নতাবাদীদের নির্মূল করার জন্য গত দুই সপ্তাহে ব্যাপক অভিযানে ১০ ভারতীয় সেনাসহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে বিভিন্ন প্রদেশ থেকে আসা হিন্দু ও শিখ পরিযায়ী শ্রমিকও রয়েছেন।