মিটারগেজ রেলপথ ব্রডগেজে রূপান্তর করা হবে : রেলমন্ত্রী

rail
প্রতীকী ছবি

দেশের সব মিটারগেজ রেলপথ পর্যায়ক্রমে ব্রডগেজ লাইনে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। সেই সঙ্গে ময়মনসিংহ রেলস্টেশনকে ভবিষ্যতে একটি আইকনিক স্টেশন হিসেবে পুনঃনির্মাণ করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার ২১ অক্টোবর গফরগাঁও রেলস্টেশনে প্লাটফর্ম উঁচু করণ, স্টেশন বিল্ডিং রিনোভেশন, এক্সেস কন্ট্রোল ও প্লাটফর্ম শেড নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী উন্নয়নের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত স্বপ্নের বাংলাদেশ গড়ার কাজ করছেন। কিন্তু জামায়াত-বিএনপি উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডিএন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল,

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা। সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল আন্তঃনগর ট্রেনগুলোতে গফরগাঁওয়ের জন্য আসন বৃদ্ধির দাবি জানিয়েছেন।