আশ্বাসে আন্দোলন থেকে সরলেন বিমানের পাইলটরা

করোনা পরিস্থিতির উন্নতির পরও বেতন কাটা নিয়ে ক্ষুব্ধ পাইলটরা বিমান কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন থেকে সরে এসেছেন।

মঙ্গলবার ২৬ অক্টোবর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের  সভাপতি মাহবুবুর রহমান কর্মসূচি স্থগিতের কথা জানিয়েছেন।

তিনি বলেন, ক্ষুব্ধ পাইলটদের বিষয়ে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। বেতন সমন্বয়ের বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস পেয়েছি।

বিমানের ব্যবস্থাপনা পরিচালকও আশ্বাস দিয়েছেন আগামী বোর্ড মিটিংয়ে এ বিষয়টি নিষ্পত্তি করা হবে। আগামী শনিবার বিমান পরিচালনা পর্ষদের সভায় পাইলটদের দাবি তোলা হবে বলে আশ্বাস মিলেছে।

পাইলটরা আশা করছেন, সেখানেই দাবিগুলো মূল্যায়ন করে বেতন সমন্বয়ের যথাযথ পদক্ষেপ নেয়া হবে। কর্তৃপক্ষের আশ্বাসের কারণে পাইলটরা আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছে।