ফরম পূরণের বাড়তি টাকা ফেরত পাবে পরীক্ষার্থীরা

ফাইল ছবি

এসএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণের বাড়তি টাকাপরীক্ষার্থীরা ফেরত পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এসএসসি পরীক্ষা নিয়ে বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সব বিষয়ের পরীক্ষা না হবার কারণে পরীক্ষায় ব্যয় কমে যাওয়ায় পরীক্ষার্থীদের ফরম পূরণে আদায়কৃত অর্থের অব্যয়তি অংশ ফেরত দেয়া হবে।

করোনা মহামারির কারণে এবছর এসএসসিতে শুধুমাত্র নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষা নেয়া হবে। আবশ্যিক (যেমন- বাংলা, ইংরেজি, গণিত) বিষয়ের পরীক্ষা নেয়া হবে না।

তবে ফরম পূরণের সময় এসব বিষয়ের জন্যও ফি নেওয়া কেটে নেওয়া হয়েছিল।