পাকিস্তানে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ৪ পুলিশ নিহত

পাকিস্তানে নিষিদ্ধঘোষিত রাজনৈতিক সংগঠন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে তিন পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন অনন্ত ২৫০ জন।

তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা জেলার সাধোকের কাছে বুধবার এ ঘটনা ঘটে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার টুইটে লিখেছেন, ‌টিএলপি কর্মীদের গুলিতে চার পুলিশ কর্মী শহীদ হয়েছেন। সহিংসতায় ২৫৩ জন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। এর আগে পুলিশের মুখপাত্র নায়েব হায়দার প্রথমে এক পুলিশ সদস্যের মৃত্যুর কথা জানিয়েছিলেন।

উগ্র ডানপন্থি দল টিএলপি দাবি করেছে, সংঘর্ষে তাদের কয়েকজনও হতাহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, টিএলপি সদস্যরা মিছিল করে ইসলামাবাদ যাওয়ার পথে পুলিশ বাধা দিলে এ সংঘর্ষ শুরু হয়।

এর আগে, গত শুক্রবার (২২ অক্টোবর) টিএলপির কয়েক হাজার কর্মী ইসলামাবাদের দিকে লং মার্চ শুরু করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সেদিন ৩ পুলিশ সদস্য প্রাণ হারান। সূত্র : ডন