বিশ্বমানের বোলার হতে চান তাসকিন

বিশ্বমানের বোলার হতে চান বাংলাদেশের পেস বোলার তাসকিন আহমেদ। বিশ্বকাপের সাফল্য হঠাৎ করে হয়নি এটা ২-৩ বছরের কষ্টের ফল।

সোমবার (১৫ নভেম্বর) পাকিস্তান সিরিজকে সামনে রেখে মিরপুর শের এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি মনে করেন, আমি আহামরি কিছু শিখে ফেলেনি বা করে ফেলেনি। তবে আগের চেয়ে কিছু উন্নতি হয়েছে।

বিশ্বকাপে বাংলাদেশ সুবিধা করতে না পারলেও আসন্ন পাকিস্তান সিরিজে দল ঘুরে দাঁড়াবে বলে মনে করেন তাসকিন আহমেদ। বিশ্বকাপ এই মুহূর্তে বাংলাদেশ দলের কাছে অতীত,

সেগুলো ভুলে নতুন করে পাকিস্তানের বিপক্ষে শুরু করতে চায় টাইগাররা। এই মুহূর্তে বিশ্বের সেরা দলের একটা পাকিস্তান। তাদের বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং সব দিক থেকেই ভালো।

তাদের বিপক্ষে জিততে হলে আমাদের সেরাটা দিতে হবে। সেই চিন্তা থেকে বাংলাদেশ দল মাঠে নামবে। সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেন, চলতি টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ক্রিকেট ভক্তকে ভালো কিছু উপহার দিতে পারবো।

মিরপুর স্টেডিয়ামের কন্ডিশন যেমনই হোক, সেই জায়গা থেকে নিজের সেটা দিয়ে ভালো কিছু করতে চান তাসকিন। বাংলাদেশের চেয়ে পাকিস্তানের পেস বোলাররা অনেক ভালো। খেলার মাঝে সুযোগ পেলে তাদের কাছ থেকেও কিছু শেখার চেষ্টা করবো।