বেনাপোলে প্রায় কোটি টাকার স্বর্ণসহ আটক ২

ভারতে পাচারের সময় বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে প্রায় কোটি টাকা মুল্যোর ১.৪০২ কেজি ওজনের ১২ টি স্বর্ণর বার ও একটি মোটর সাইকেল সহ দুইজন পাচারকারীকে আটক করেছে।

বৃহস্পতিবার বেলা ১ টার সময় পুটখালীর মসজিদ বাড়ি পোষ্ট থেকে এ স্বর্ণের চালান উদ্ধার হয়।

আটককৃতরা হলোঃ বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মোক্তার আলীর ছেলে লিটন মিয়া (২৮) একই গ্রামের আলী কদর মন্ডল এর ছেলে শাহজাহান মন্ডল (৩২)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মনজুর -ই-এলাহী এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন ভারতে পাচারের জন্য দুই জন মোটরসাইকেল আরোহি মসজিদ বাড়ি পোষ্টে আসলে তাদের সন্দেহ বশত তল্লাশি করা হয় ।

এসময় তাদের কাছে কোমরে লুকানো ১২ টি স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মুল্য ৯০,৪০.৭৭৮ টাকা।

এসময় তাদের সাথে থাকা একটি মোটর সাইকেলও উদ্ধার করা হয়। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।