শিক্ষার্থীদের ভাড়া কমাবেন পরিবহন মালিকরা!

asadujaman khan kamal
ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শিক্ষার্থীদের জন্য ভাড়া কমানোর ব্যাপারে পরিবহন মালিক দের সঙ্গে বোধহয় একটি সমঝোতা হয়েছে।

তারাও ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বিস্তারিত জানাবেন।

শনিবার ২৭ নভেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, কম ভাড়ায় তাদের যোগাযোগ নিশ্চিত করা উচিত। আমরাও ছোটবেলা এই হাফ ভাড়া বা স্বল্প ভাড়ায় চলাফেরা করেছি এবং আমাদের শিক্ষার্থীরাও করতেন।

হঠাৎ করে কেন বন্ধ হয়েছে আমার জানা নেই। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দাবি দাওয়ার বিষয়গুলো আলোচনার মাধ্যমে শেষ হবে।

তারা কষ্ট করে অযথা গাড়ি অবরোধ কিংবা ভাঙচুর যেন না করেন। সড়ক অবরোধ হলে নানা ধরনের ক্ষতি হয়। শিক্ষার্থীদের দাবিগুলো সরকার গুরুত্বসহকারে দেখছে।