বঙ্গবন্ধু সারাজীবন মানুষের শান্তির জন্য সংগ্রাম করেছেন: সায়মা

বিশ্ব শান্তি সম্মেলনের আহ্বায়ক অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ বলছেন, আমার নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সারাজীবন মানুষের শান্তির জন্য সংগ্রাম করেছেন।

বঙ্গবন্ধু কত তৃণমূল থেকে তার সংগ্রাম শুরু করেছিলেন আজ অনেকই তা ভুলে যান।

তিনি ছিলেন জীবনের চেয়েও বড়, তিনি একটি দেশ প্রতিষ্ঠা করেছেন এবং আপনি বড় কিছু অর্জন করেছেন তখন ভুলে যান কত ক্ষুদ্র থেকে তিনি তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেছিলেন।

রোববার ৫ ডিসেম্বর ফরেন সার্ভিস একাডেমিতে ‘বিশ্ব শান্তি সম্মেলন’ উপলক্ষে অনুষ্ঠানে এসব কথা বলেন।

সায়মা বলেন, বঙ্গবন্ধু সংলাপে বিশ্বাস করতেন এবং সাধারণ মানুষের অধিকারের জন্য দাড়িয়ে যেতেন, লড়াই করতেন। তিনি বিশ্বাস করতেন শান্তি তখনই অর্জন হবে যখন সমাজে ভয়হীনতা,

সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। শান্তি হল সামাজিক সমতার অংশ। স্বাধীনতা, কোনো প্রকার প্রতিবন্ধকতা ছাড়া লক্ষ্য অর্জন, ধর্মাচার, সামাজিক, মানুষিক সীমাবদ্ধতা অতিক্রম সব কিছু শান্তির সঙ্গে সম্পর্কীয়।