জার্মানিতে করোনার চতুর্থ ঢেউয়ে রেকর্ড মৃত্যু

corona

করোনা ভাইরাস মহামারি চতুর্থ ঢেউয়ের কবলে পড়া জার্মানি গত ১০ মাসের মধ্যে বুধবার একদিনে সর্বোচ্চ সংখ্যক কোভিড রোগী মারা গেছেন।

জার্মানির বরার্ট কচ ইনস্টিটিউট ফর ডিজিজ কন্ট্রোল জানিয়েছে, বুধবার ৫২৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে সেখানে, যা ১২ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। খবর রয়টার্স ও সিএনএনের।

জার্মানিতে এ পর্যন্ত করোনায় মৃত্যু বেড়ে ১ লাখ ৪ হাজার ৪৭ জনে দাঁড়িয়েছে। বুধবার আরও ৬৯ হাজার ৬০১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে পশ্চিম ইউরোপের এই দেশে।

তবে জার্মানি মহামারি চলতি ঢেউয়ের চূড়াটি পার হয়ে এসেছে, নাকি চাপ বেড়ে যাওয়ায় সঠিক তথ্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে না- সেই প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।

ইউরোপের বিভিন্ন দেশে গত মাসে সংক্রমণ বাড়তে শুরু করলে স্বাস্থ্যবিধির কড়াকড়ি আবারও ফিরিয়ে আনা হয়। জার্মান সরকার গত সপ্তাহে মুদি, ফার্মেসি

এবং বেকারির মতো অতিপ্রয়োজনীয় দোকানপাট ছাড়া অন্য সব ব্যবসাপ্রতিষ্ঠানে টিকা না নেয়া ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ করে। পাশাপাশি টিকাদান জোরদার করারও সিদ্ধান্ত হয়।