মাঠে দর্শক নিয়েই হবে বিপিএল

এক বছর বিরতির পর পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের।

আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামীকাল।

ঘরোয়া ক্রিকেটে জমজমাট এই টি-টুয়েন্টি টুর্নামেন্টে মাঠে দর্শক প্রবেশের সুযোগ রাখছে বিসিবি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, দর্শকের ব্যাপারে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তবে পঞ্চাশ ভাগ তো থাকবেই। এর চেয়ে বাড়তেও পারে। বিপিএল গভর্নিং কাউন্সিল এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। টুর্নামেন্ট শুরু হতে এখনও দুই সপ্তাহের ওপরে আছে,

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া যারা মাঠে যাবেন না, তাদের জন্য দুইটি টিভি চ্যানেলেও বিপিএল সরাসরি সম্প্রচার করা হবে।

প্রধান নির্বাহীর ভাষ্য, এরই মধ্যে এবারের আসরের সম্প্রচার স্বত্ব দেয়া আছে। ২০২২ সালের আসরের খেলাগুলো দুইটা চ্যানেল সরাসরি সম্প্রচার করবে।