ভারতে দেড় বছর জেল খেটে দেশে ফিরলো ৪ তরুণী

ভারতে দেড় বছর জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফিরেছে ৪ তরুনী। বৃহস্পতিবার বেলা ২ টার সময় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফেরত আসারা হলোঃ- বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে জুহি আক্তার সাহিনুর (১৯) সাতক্ষীরা জেলার মন্নু গাজির মেয়ে রওশান আরা (২০) নারায়নগঞ্জ জেলার আব্দুর রশীদ এর মেয়ে রওশানআরা সাথি (১৮) ও বাগেরহাট জেলার জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে নাসরিন শামিন (১৮)।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ রাজু বলেন, এরা দালালদের খপ্পরে পড়ে সীমান্ত পথে পাসপোর্ট ভিসা বাদে ভারতের হায়দ্রাবাদ যায় গত দেড় বছর আগে। সেখানে তারা বাসা বাড়িতে কাজ করার সময় সেদেশের পুলিশের কাছে আটক হয়ে জেল খানায় যায়।

এরপর আদালতের মাধ্যেমে তারা রেসকিউ নামে একটি শেল্টার হোমে থাকে। যশোর জাস্টিস এন্ড কেয়ার এর এরিয়াকোঅর্ডিনেটর মুহিত বলেন, দালালদের মাধ্যেমে এরা ভারত যায়।

পরে আমরা দুই দেশের সরকারের মাধ্যেমে ওই ৪ তরুনীকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে ফিরিয়ে আনি দেশে। ইমিগ্রেশন ও পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের যশোর নিয়ে আমরা পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তর করবো।