প্রিসাইডিং কর্মকর্তার সামনে সিল মারছে, আমি হতাশ

ec mahabub talukdar
ফাইল ছবি

সাভারের ভোটকেন্দ্রে সবার সামনে সিল মারা ও ভোটারদের অনুপস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

বুধবার ৫ জানুয়ারি দুপুরে সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নের আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ ও আশুলিয়া প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি নিজের এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

মাহবুব তালুকদার বলেন, আমি আশান্বিত ছিলাম। সাভারের ২টি কেন্দ্র আমি দেখেছি। সেখানে মহিলারা লাইন দিয়ে ৪ ঘণ্টা পর্যন্তও দাঁড়িয়ে আছেন।

কিন্তু এইখানে যখন আসলাম (আশুলিয়া ইউনিয়ন), এতগুলো বুথ! আমি হতাশ। কোনো লোকজন নাই, কিছু নাই। তিনি আরো বলেন, এইখানে দেখলাম প্রিসাইডিং অফিসারের সামনে সিল মেরেছে।

সাক্ষী আছেন, সাংবাদিকরা দেখেছেন। অথচ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ আছে, র‌্যাব আছে, আনসার আছে, কেউ কিছু বলেনি। আমরা কি নির্বাচন করছি তাহলে! সবার সামনে ব্যালট পেপারে সিল মারে।

নির্বাচনে অনিয়মের ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, রিটার্নিং অফিসারকে সর্বময় কতৃত্ব দিয়েছি। উনি যেটা ভালো বোঝেন, সেভাবে ব্যবস্থা নেবেন। উনিই নির্বাচন কমিশন এক অর্থে।

পঞ্চম ধাপে সাভার উপজেলার ১১ ইউনিয়নে আজ ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।