ভারতে কাজের সুযোগ দেয়া হবে: বিক্রম

বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে ভারতে কাজের সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। বাংলাদেশের উন্নয়নে ভারত সবসময় সহযোগিতা করবে বলেও জানান তিনি।

শনিবার ৮ জানুয়ারি সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউট মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান ভারত-বাংলাদেশ দ্বীপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

এছাড়া অর্থনৈতিক উন্নয়নের জন্য নেপাল-ভুটানকে সঙ্গে নিয়ে উপ-আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিরও আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে বাংলাদেশ ও ভারতের যৌথশক্তির জয় বলে দেয় দুদেশের মধ্যে রয়েছে অটুট বন্ধন। বাংলাদেশের উন্নয়নে দ্বীপক্ষীয় সহযোগিতা জোরদারের প্রতি গুরুত্বারোপ করেন বক্তারা।