ইথিওপিয়ায় বাস্তুচ্যুত ক্যাম্পে হামলায় নিহত ৫৬

ইথিওপিয়ার টাইগ্রে এলাকায় বিমান হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। হতাহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়, হতহতরা বাস্তুচ্যুত একটি ক্যাম্পের বাসিন্দা। এই ঘটনার বিষয়ে মুখ খুলতে রাজি হননি, ইথিওপিয়ার সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল গেটনেট অ্যাডানে এবং সরকারের মুখপাত্র লেজেসি টুলু।

বার্তা সংস্থা রয়টার্সের তরফ থেকে সে দেশের প্রধানমন্ত্রী অ্যাবিই আহমেদের মুখপাত্র বিলেনে সেয়াম-এর কাছেও মন্তব্য চাওয়া হয়েছে। তবে তিনিও মুখ খুলতে রাজি হননি।

এদিকে, টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। টিপিএলএফ-এর মুখপাত্র গেটাছিও রেডা এক টুইট বার্তায় জানান, ইথিওপিয়ার সরকার ডেডেবিট শহরে বাস্তুচ্যুতদের একটি ক্যাম্পে হামলা চালিয়েছে।