এ দেশের মানুষ বিশ্বের বুকে মাথা উঁচু করে চলবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌মহামারী করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে টিকাদান কর্মসূচি জোরদারসহ নানা ব্যবস্থা নেয়া হয়েছে। ওমিক্রন ঠেকাতে জনসমাগম না করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

রবিবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের ৮টি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন। সেখানে তিনি ওমিক্রনের সংক্রমন প্রতিরোধ নিয়ে কথা বলেন।

ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধনে প্রধানমন্ত্রী আরও বলেন, ‌এ দেশের মানুষ বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। এ দেশের মানুষ বিশ্বের বুকে মাথা উঁচু করে চলবে।

দেশের প্রতিটি মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সেবা পাবে। এ বিষয়ে আমরা অনেকদূর অগ্রসর হয়েছি। মানুষকে ঘর করে দিচ্ছি। যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছি। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি।