ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ৫

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। আহত অবস্থায় ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, পটনা থেকে গুয়াহাটিগামী ট্রেনটি বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ভয়াবহ দূর্ঘটনার কবলে পড়ে।

৪০ কিলোমিটার বেগে চলা ট্রেনটির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। আহত ২৪ জনকে দেশটির জলপাই গুড়ি হাসপাতালে এবং ১৬ জনকে ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আহতদের মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির রেল কর্তৃপক্ষ এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় ট্রেনটির ৪-৫টি বগি একেবারে দুমড়েমুচড়ে গিয়েছে।

বগির ওপরে উঠে যায় আর একটি বগি। এছাড়া একটি বগি পানিতে পড়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আশঙ্কা করা হচ্ছে এখনো অনেক যাত্রী ভেতরে আটকা রয়েছে। তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন উদ্ধার কারীরা।