ইরানের কয়েকটি শহরে বড় বিস্ফোরণের শব্দ

ইরানের পশ্চিমাঞ্চলের কয়েকটি শহরে রবিবার ভোরে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির স্থানীয় সংবাদ সংস্থা এবং সামাজিক মাধ্যমের পোস্টের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

তবে এসব বড় বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি বলে খবরে বলা হয়েছে। আসাদাবাদ শহরের গভর্নর বলেন, একটি ভয়ংকর শব্দ শোনা গেছে তবে এর উতস কোথায় তা পরিস্কার নয়।

দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স ওই গভর্নরের বক্তব্য প্রকাশ করেছে। কর্মকর্তারা বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছিল এটি আবহাওয়াজনিত বজ্রপাতের শব্দ। তবে এই ধারণা নাকচ করে দেয়া হয়েছে।

দেশটির রোকনা নিউজ ওয়েবসাইট তার টেলিগ্রাম চ্যানেলে বলেছে, শব্দের তীব্রতা দেশটির কিছু জায়গায় এমন ছিলো যে ঘরের দরজা-জানালা কাঁপছিল। ভয়ে লোকজন বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন।

টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণগুলো যেন বিমানবিধ্বংসী অস্ত্র থেকে বেরিয়ে এসেছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে এই ফুটেজের সত্যতা যাচাই করতে সক্ষম হয়নি।

সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। তথ্যসূত্র: রয়টার্স।