জিয়াউর রহমানের জন্মবা‌র্ষিকীতে বিএন‌পির কর্মসূ‌চি ঘোষণা

bnp logo

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমা‌নের ৮৬তম জন্মবা‌র্ষিকী উপল‌ক্ষে কর্মসূ‌চি ঘোষণা করেছে বিএন‌পি।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে দলের সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী এ কর্মসূ‌চি ঘোষণা করেন।

কর্মসূ‌চির ম‌ধ্যে রয়েছে ১৯ জানুয়া‌রি ‌বেলা ১১টায় শে‌রে বাংলাস্থ জিয়াউর রহমানের সমা‌ধি‌তে পুষ্পস্তবক অর্পন এবং বেলা ২টার দিকে রমনার ইন্সটি‌টিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আলোচনা সভা অনু‌ষ্ঠিত হবে।

দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। জন্মবা‌র্ষিকী উপল‌ক্ষে দৈ‌নিক সংবাদপ‌ত্রে ক্রোড়পত্র প্রকাশ করা হবে। ইতিমধ্যে জিয়ার ছবি সম্বলিত পোস্টার প্রকাশ করেছে দলটি।

১৯ জানুয়া‌রি নয়াপল্ট‌নে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং ২০ জানুয়া‌রি সকাল ৯টা থেকে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ফ্রি মে‌ডি‌কেল ক্যা‌ম্পের আয়োজন করা হবে।

একইভাবে সারাদেশে বিএন‌পির অঙ্গ সংগঠনগুলো জিয়াউর রহমানের ৮৬তম জন্মবা‌র্ষিকী পালনের উদ্যোগ নিয়েছে। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান।