সাত বছরে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার মধ্যে দিয়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২০১৪ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) তেলের দাম অর্থাৎ ব্রেন্ট ক্রুডের তেলের দাম ১ দশমিক শূন্য ২ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৭ দশমিক ৫০ ডলার দাঁড়িয়েছে।

একই সঙ্গে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ফিউচারের দাম ১ দশমিক ৩৬ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে ৮৫ দশমিক ১৮ ডলার।

এতে উভয় বেঞ্চমার্ক তেলের দাম ২০১৪ সালের অক্টোবরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চলতি সপ্তাহে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে আক্রমণের পরে ইরান সমর্থিত গোষ্ঠী এবং সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের মধ্যে শত্রুতা বেড়েছে।

তেলের সরবরাহে উদ্বেগ দেখা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের তেল সংস্থা অ্যাডনক তাদের মুসাফাহ জ্বালানি ডিপোতে হামলার পর জানিয়েছে, স্থানীয় এবং আন্তর্জাতিক গ্রাহকদের পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এছাড়াও হামলাটির ফলে ভূ-রাজনৈতিক মূল্য প্রিমিয়াম ওপেক প্লাস সদস্য রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে। এদিকে গোল্ডম্যান স্যাক্‌সের বিশ্লেষকরা বলছেন, এই বছরের শেষ দিকে তেলের দর ১০০ ডলার ছাড়িয়ে যাবে।