বিশ্বে একদিনে আক্রান্ত প্রায় ২১ লাখ, মৃত্যু ১১ হাজার

করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রনের তাণ্ডবে বিশ্বে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। সবশেষ ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৯০৫ জন।

মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৭ লাখ ৬৭ হাজার ৬৪৮ জনে। ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২০ লাখ ৮৬ হাজার ২৯৭ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৯৬৭ জনে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত হালনাগাদ তথ্য দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে জার্মানিতে। এই সময়ে সবচেয়ে মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।

এরপরই রয়েছে রাশিয়া, ভারত, স্পেন, পোল্যান্ড, মেক্সিকো ও ইউক্রেনের মতো দেশগুলো। জার্মানিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৮৮৬ জন এবং মারা গেছেন ২৭৯ জন। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৯২৮ জন শনাক্ত এবং ১ লাখ ২১ হাজার ২০৩ জন মারা গেছেন।