বিষয়খালীতে তাফসিরুল কোরআন মাহ্ফিল অনুষ্ঠিত

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী হাজী আম্বর আলী হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে ২২ তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

আলহাজ্ব সোলাইমান মিয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মিয়া এবং প্রধান আলোচক হিসাবে তাফসির পেশ করেন সাতক্ষীরা জেলা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসীরে কোরআন অনার্স ফার্স্ট ক্লাস আল হাদিস ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া’র মেধাবী ছাত্র হযরত মাওলানা মোঃ আবুল হায়াত।

দ্বিতীয় বক্তা হিসেবে তাফসীর পেশ করেন জীবননগর থেকে আগত জীবননগর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্টভাষী হযরত মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক, তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদ বিসিক কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্টভাষী হযরত হাফেজ মাওলানা মুফতি মোঃ নাজমুল ইসলাম,

চতুর্থ বক্তা হিসেবে তাফসীর পেশ করেন বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজের ধর্মীয় শিক্ষক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিষ্টভাষী হযরত মাওলানা শাহ্ মুহা. এনামুল হক ফয়েজী।

এছাড়াও স্থানীয় ওলামায়ে একরামগণ তাফসীর পেশ করেন। মাহ্ফিল পরিচালনা করেন কাজী মাওলানা মোঃ সোহরাব হোসেন।

সার্বিক তত্ত্বাবধানে হাফেজ মোহাম্মদ আনিসুর রহমান অত্র মাদ্রাসার মহ্তামিম ও মোঃ আলতাফ হোসেন সাধারণ সম্পাদক মাদ্রাসা পরিচালনা কমিটি। উল্লেখ্য হাফেজ মোঃ জিহাদ আহমেদসহ ছয় ছাত্রকে পাগড়ী ও সনদপত্র প্রদান করা হয়।