রুশ ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

পাঁচটি রুশ যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে রুশ হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন।

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, তারা রুশ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিপক্ষদের মোকাবিলা করা হচ্ছে।

আপনারা শান্ত থাকুন এবং ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে বিশ্বাস করুন। ইউক্রেনের আকাশপথ বর্তমানে বেসামরিক যান চলাচলের জন্য বন্ধ রয়েছে।