‘বলিউড আজও পুরুষকেন্দ্রীক’

দেখুন ইন্ডাস্ট্রির এত বছর হয়ে গেলো। আজ অব্দি কোনো হিরোইন সর্বাধিক পারিশ্রমিকে কাজ করেছে? আমরা শুধু বলার জন্য বলি। আর ফেমিনিস্টদের উল্টো কটাক্ষ করি।

এখনও গোটা ভারতের সিনেমা পুরুষ কেন্দ্রিক। এ সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা কিয়ারা আদভানি নারী দিবসে নিজের ক্ষোভ এভাবেই ব্যক্ত করলেন।

এছাড়া বলিউড ইন্ডাস্ট্রিতে সেই অর্থে হাতে গোনা কজন নারী নির্মাতা ছাড়া আর কোনো নির্মাতা নেই কেন।এমন প্রশ্নের জবাববে কিয়ারা বলেন, আমাদের ইন্ডাস্ট্রিতেই তো নারী নির্মাতাকে সম্মান দিই না।

কোনো নারী নির্মাতা এলে অনেক বড় বড় সুপারস্টার শিডিউল দিতে আস্থা পায়না। আমার নিজের একটা ছবির ক্ষেত্রে এমন হয়েছে।

উল্লেখ্য, আগামীতে নির্মাণে বা প্রযোজনায় আসবেন কিনা এ প্রসঙ্গে কিয়ারা গণমাধ্যমকে বলেন, নিজের মান সম্মান নিয়ে থাকতে চাই। তবে পরিবেশ যদি বদলায় অবশ্যই কাজ করতে চাই ছবির প্রযোজনায়।

কিয়ারার মতে সঞ্জয় স্যারের মুভিতে প্রত্যেক নায়িকা আলাদা মর্যাদা পায়। সেটা তার স্ক্রীনপ্লেতেই ফুটে ওঠে। আলিয়ার ছবিটি দেখে তো আমি মুগ্ধ!