রাশিয়ার হামলায় ইউক্রেনের ক্ষতি ৫০০ বিলিয়ন মার্কিন ডলার

রাশিয়ান আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেন ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের (৩৮৩ বিলিয়ন পাউন্ড) বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মঙ্গলবার তিন প্রতিবেশী দেশ- চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড এবং স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠককালে এই মন্তব্য করেছেন ইউক্রনের প্রধানমন্ত্রী।

একইসঙ্গে যুদ্ধের পর ইউক্রেনের পুনরুদ্ধারের জন্য রাশিয়া অর্থ প্রদান কর বলেও জানিয়েছেন তিনি। চলমান রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ করতে বর্তমানে কিয়েভে অবস্থান করছেন চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড এবং স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীরা।

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেন জয়লাভ করলেও ঠিক কীভাবে এই ক্ষতিপূরণ আদায় করা যেতে পারে সে বিষয়ে কোনো আলোচনায় যাননি শমিহাল।

তবে বিদেশে রাশিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা উল্লেখ করেছেন তিনি। তিনি আরও বলেন, ইউক্রেন মিত্রদের কাছ থেকেও আর্থিক সহায়তা চাইবে।